1. dailybogratimes@gmail.com : admin :
সাপাহারে নিশ্চিন্তপর থ্রী স্টার ফিলিং ষ্টেশনের গুদাম থেকে ডাকাতির ৭৫ ব্যারেল পামতেল উদ্ধার - Daily Bogra Times
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত এক ভূরুঙ্গামারী  উপজেলার সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন  ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু শেরপুরে মহাসড়কে উল্টোপথে যানবাহন, বাড়ছে মিত্যু ঝুঁকি জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ : কুয়েতের বিজ্ঞান কেন্দ্র সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে দুই নির্মান শ্রমিক নিহত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন, পাবে ৪৫ হাজার ২২৫ জন শিশু

সাপাহারে নিশ্চিন্তপর থ্রী স্টার ফিলিং ষ্টেশনের গুদাম থেকে ডাকাতির ৭৫ ব্যারেল পামতেল উদ্ধার

বাবুল আকতার,
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ Time View
সাপাহারে নিশ্চিন্তপর থ্রী স্টার ফিলিং ষ্টেশনের গুদাম থেকে ডাকাতির ৭৫ ব্যারেল পামতেল উদ্ধার
print news

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: চট্রগাম থেকে নিয়ে আসার পথে ডাকাতি হওয়া ৭৫ ব্যারেল পামওয়েল তেল পুলিশ নওগাঁর সাপাহার হতে উদ্ধার করেছে। রাজশাহী জেলার কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব ইন্সপেক্টর আশরাফুল আলম সাপাহার থানা এ এস আই রুবেল হক সহ একদল পুলিশ নিয়ে এ উদ্ধার কাজ পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ফেব্রুয়ারী রংপুর শহরের কামারপাড়ার মৃতঃ লালমিয়ার ছেলে  ব্যবসায়ী  হারুন অর রশিদ এর ঢাকা মেট্র্রো ২৪-৭৬৩৬নং ট্রাকটি চট্রগাম হতে ৭৫ ব্যারেল পাম্ওয়েল তেল নিয়ে রংপুরের উদ্দেশ্য রওয়ানা হয়ে রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা নামক স্থানে পৌঁছলে রাত দেড়টার সময় একদল ডাকাত অন্য একটি ট্রাক দ্বারা রাস্তায় বেরিকেড দিয়ে তাদের পথ রোধ করে এবং তেল ভর্তি ট্রাকের  ড্রাইভার ও হেলপারকে মারপিট করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পাবনার শাহাজাদপুর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। এর পরগত ২৪ফেব্রুয়ারী ভোরে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অবস্থিত থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউনে আনলোড করে। পরবর্তীতে ডাকাতদল ট্রাকটি গোদাগাড়ীর কাকন হাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ীর মালিক ট্রাকে থাকা জিপিএস ট্রাকার এর মাধ্যমে ডাকাতি হওয়া ট্রাকের অবস্থানের সন্ধান পায় এবং গোদাগাড়ী থানায় বিষয়টি অবগত করলে রাজশাহীর কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

পরে সাপাহার থানা পুলিশের সহযোগীতা নিয়ে বুধবার সকাল ১০টার দিকে সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউন ঘর হতে ডাকাতি করে নিয়ে আসা ওই ৭৫ ব্যারেল পামওয়েল তেল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। ডাকাতি হওয়া ট্রাকটি গোদাগড়ীর কাকন হাট এলাকা হতে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews