1. dailybogratimes@gmail.com : admin :
সাপাহারে সুলভ মূল্যে তরমুজ বিক্রির দোকান উদ্বোধন - Daily Bogra Times
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

সাপাহারে সুলভ মূল্যে তরমুজ বিক্রির দোকান উদ্বোধন

বাবুল আকতার,
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২ Time View
সাপাহারে সুলভ মূল্যে তরমুজ বিক্রির দোকান উদ্বোধন
print news

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র মাহে রজমান মাস উপলক্ষে নওগাঁর সাপাহারে সুলভ ও ন্যয্য মূল্যে তরমুজের দোকানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এই সুলভ ও ন্যায্য মূল্যের তরমুজের দোকানের শুভ উদ্বোধন করেন।

সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের জিরোপয়েন্ট এলাকার মুক্ত মঞ্চের সামনে সুলভ ও ন্যায্য মূল্যের তরমুজের দোকানে ক্রেতা সাধারণকে হুমড়ী খেয়ে তরমুজ কিনতে দেখা গেছে। রমাজানের শুরুতে সাপাহারে প্রতি কেজি তরমুজ ৮০টাকা পরে ৫০টাকা কেজি হিসেবে বিক্রয় করা হলেও ন্যায্য ও সুলভ মূল্যের এই দোকানে প্রতি কেজি তরমুজ ৪০টাকা থেকে ৩৫টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। তুলনা মুলক কম মূল্যে তরমুজ কিনতে পারায় অনেকে নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন। উপজেলার আনার পুর গ্রামের শাহজাহান হোসেন জানান প্রতিকেজি তরমুজে বাজারের চেয়ে ১০টাকা কম মূল্যে কিনতে পারায় ৭কেজি ওজনের একটি তরমুজে আমার ৭০টাকা সাশ্রয় হয়েছে। পিছলডাঙ্গাগ্রামের আব্দুল আজিজ জানান সারা রমজান যেন এই দোকানটি খোলা থাকে তাহলে অচিরেই বাজারে এর প্রভাব পড়বে এবং সিন্ডিকেট ভেঙ্গে যাবে বলে আমি মনে করি। 

সারা রমজান মাস জুড়ে এই তরমুজের দোকান চলবে বলেও নির্বাহী অফিসার সেলিম আহমেদ জানিয়েছেন। সাপাহারে ন্যায্য মূল্যের কয়েকটি দোকান বাজারে বেশ সাড়া ফেলেছে বলে এখানকার সাধারণ ক্রেতাগন জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews