পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে “ক্রীড়া শেখায় শৃঙ্খলা, আনে তারুণ্য, যোগায় কর্মস্পৃহা” প্রতিবাদ্যকে সামনে রেখে ৪৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে সকালে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান।
এরপর জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাকী মোঃ জাকিউল আলম ও ক্রীড়া পতাকা সহকারী প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি সাকী মোঃ জাকিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরী, শিক্ষক-কর্মচারী,অভিভাবক, অতিথিসহ শিক্ষার্থীরা। পরে খেলায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়।