সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামে লিচু চুরির অপবাদে নাঈম (১১) নামে এক চতুর্থ শ্রেণির শিশুকে মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে দেখা যায়, স্থানীয় দোকানদার ফারুক সেখ নাঈমকে চড়-থাপ্পড় ও পিঠে বেধড়ক মারধর করছেন। পথচারীদের হস্তক্ষেপে মারধর বন্ধ হয়।
নাঈমের মা হুসনা বেগম জানান, শ্যাম্পু কিনতে যাওয়ার পথে নাঈম মাটিতে পড়ে থাকা দুটি লিচুর মধ্যে একটি ভালো লিচু কুড়িয়ে নিয়েছিল। এই অপবাদে ফারুক তাকে মারধর করেন। হুসনা বলেন, “নাঈমের বাবা না থাকায় এর আগেও তাকে মারধর করা হয়েছে। এখন তার চিকিৎসা চলছে। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু সমাধান পাচ্ছি না। সুষ্ঠু বিচার না পেলে আইনের আশ্রয় নেব।”
অভিযুক্ত ফারুক সেখ দাবি করেন, তিনি নাঈমকে হালকাভাবে চারটি থাপ্পড় দিয়েছেন এবং ভিডিওটি অতিরঞ্জিতভাবে প্রকাশিত হয়েছে। তিনি ঘটনায় অনুতপ্ত বলে জানান।
সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা বলেন, “শিশুর পরিবার চাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শিশু নির্যাতন বন্ধে সরকার বদ্ধপরিকর। মামলা থেকে শুরু করে বিনামূল্যে আইনী সহায়তা দেওয়া হবে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। শিশু নির্যাতনের এমন ঘটনায় দ্রুত আইনী পদক্ষেপ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।