1. dailybogratimes@gmail.com : admin :
সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স - Daily Bogra Times
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ার শেরপুরে মা–শিশু সহায়তা কর্মসূচি কর্মশালা বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন: ভৌত অগ্রগতি ২৪.৫০% এবং আর্থিক অগ্রগতি ৩৪.৮৯% গ্রামীণ ব্যাংক শেরপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: রোগীর ঢল, চিকিৎসকের সংকট সংবিধান সংস্কারের জন্য গণভোটের পথে বাংলাদেশ, গেজেট প্রকাশিত শনিবার নুরে মাদিনা মাদ্রাসায় আসছেন বাংলার তারিক জামিল ও আযহারী আত্মনির্ভরতার বার্তা নিয়ে শেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ছাগল বিতরণ ‘লার্ন টু আর্ন’এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ে স্বপ্নপূরণে পেল ল্যাপটপ বগুড়ায় প্রথম সফল কমলা বাগান, অনুপ্রাণিত শত কৃষক বগুড়ায় এলসি বন্ধ হলে একদিনেই বাড়ে মশলার দাম, তৈরি হয় কৃত্রিম সংকট

সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স

স্পোর্টস ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ Time View
সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স
print news

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ফিফটি করে দক্ষিণ-পশ্চিমের ফ্রাঞ্চাইজিটির জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৭ রানে হারে খুলনা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫২ রান জড়ো করে সিলেট। জবাবে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় খুলনা। দল জেতানোর পথে ৫০ বলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৭০ রান করেন মিরাজ। ১৭ বলে ২০ রান করেন মোহাম্মদ নাইম। সিলেটের হয়ে ২৫ রানে ২ উইকেট নেন নিহাদুজ্জামান।

এর আগে জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটে লড়াকু পুঁজি পায় সিলেট৷ ৩২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন মানসি। সমান বল খেলে ৪৪ রান করেন জাকির। খুলনার হয়ে আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ১৫২/৯ (২০ ওভার); মানসি ৫৮, জাকির ৪৪; ইরশাদ ২/২৪

খুলনা টাইগার্স: ১৫৬/৪ (১৯.৫ ওভার); মিরাজ ৭০, নাইম ২০; নিহাদুজ্জামান ২/২৫

ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews