সুন্দরগঞ্জ (গাইবান্ধা)ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে গণ অধিকার পরিষদের উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ পৌর ভবনের সামনে এ কার্যালয় উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আহ্বায়ক রুমন বসুনিয়ার সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুূদ রানা মোন্নাফ। আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মিশু পারভেজ পাটোয়ারী, উপজেলা যুব অধিকার সভাপতি এনামুল হক, সহ সভাপতি সাগর সরকার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিপন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক নাফিস প্রামাণিক, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা মোন্নাফ বলেন, “গণ অধিকার পরিষদ একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দল, যা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এই দলের নেতাকর্মীরা কোনো সুযোগ-সুবিধা ছাড়াই জনগণের অধিকার রক্ষায় কাজ করছে। গণ অধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেন যে, এই কার্যালয় জনগণের অধিকার আদায় এবং দলীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।