1. dailybogratimes@gmail.com : admin :
হঠাৎ বেড়েছে বাজারে সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস  - Daily Bogra Times
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

হঠাৎ বেড়েছে বাজারে সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, -
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৮ Time View
হঠাৎ বেড়েছে বাজারে সবজির দাম, ক্রেতাদের নাভিশ্বাস 
print news

হিলি (দিনাজপুর) প্রতিবেদক: তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দ্বিগুণ বেড়েছে প্রতিটি সবজির দাম। হঠাৎ দাম বাড়ায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ। চাহিদার তুলনায় আমদানি কম, যার কারণে দাম বাড়ছে সবজির বলছেন, ব্যবসায়ীরা।

বুধবার (৫ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত তিনদিন আগে অর্থাৎ রোজার আগের দিন যে বেগুনের কেজি ছিলো ১৫ থেকে ২০ টাকা, তা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে, ৩০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ কেজিতে, ১০ টাকার শিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, ১২ টাকার আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি, ১০ টাকার টমেটো ২০ টাকা কেজি, ২০ টাকার শসা ৪০ টাকা, ১০ টাকার ফুলকপি ও বাঁধাকপি ১৫ টাকা পিচ, ৩০ টাকার পেঁয়াজ ৩৫ টাকা কেজি। এছাড়াও বাজারে নতুন পটল বিক্রি হচ্ছে ১২০ কেজি এবং ভারত থেকে আমদানিকৃত সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। রাতারাতি সব সবজির দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

সবজি কিনতে আসা রাকিব হোসেন বলেন, সুযোগে সবাই সৎ ব্যবহার করে। রোজার দুই দিন আগে যেসব সবজি যে দামে কিনলাম, আজ সেসব সবজির দাম কয়েকগুণ বেড়ে গেছে। এভাবে দাম বাড়লে আমরা সাধারণ মানুষ চলবো কি করে? 

রিকশাচালক শ্রমিক সাইদুল ইসলাম বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। দিনে যে সামান্য উপার্জন হয় তা দিয়ে সংসার চলানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তার উপর হঠাৎ করে সব সবজির দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগেও দাম নাগালের মধ্যে ছিলো। 

হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, রোজার আগেও আমরা কম দামে প্রতিটি সবজি বিক্রি করেছি। এখন সব সবজি বেশি দামে কিনতে হচ্ছে। বিরামপুর-পাঁচবিবি থেকে পাইকারি সবজি কিনছি। ঐবাজারেই দাম বেশি। আসলে পাইকারি বাজারে চাহিদা তুলনায় আমদানি কম। যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews