লুৎফর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদরের বিভিন্ন জায়গায় বিছিন্নভাবে যন্ত্রতন্ত্র বাজার বসায় সরকারি ইজারা কৃত শহীদ মুক্তিযোদ্ধা বাজার ধ্বংসের পথে। তাই অবৈধ বাজার উচ্ছেদ করে ইজারা কৃত বাজার রক্ষার্থে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শহীদ মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ীরা।
বুধবার ২৬ ফেব্রুয়ারী দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা বাজার কমিটির ব্যানারে উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষার্থে বিগত দিনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা বাজারটি প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর সরকারি ভাবে লক্ষ-লক্ষ টাকার মাধ্যমে ইজারা হয়। ইজারাদারগণ টোল আদায় করেন কিন্তু সদর এলাকায় বিছিন্নভাবে মাছ- মাংস সহ বিভিন্ন কাচা তরিতরকারির ছোট ছোট অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বসায় এলাকার পরিবেশ ও শহীদ মুক্তিযোদ্ধা বাজারের স্থায়ী দোকানদারগণের পুঁজি ধ্বংস হচ্ছে। প্রশাসন অবৈধ বাজার উচ্ছেদ না করলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দলনকারী ব্যবসায়ীরা।
সেখানে বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সরকারি ডাককৃত বাজার রেখে যেখানে সেখানে পন্য বিক্রি করা আইননত দন্ডনীয়। অবৈধ ভাবে গড়ে উঠা বাজার গুলো থেকে সরকার টোল থেকে বঞ্চিত হচ্ছে। অপর দিকে আমরা স্থায়ী ব্যবসায়ীগণ ব্যবসায় প্রচুর লোকসানের সম্মুখিন হচ্ছি।
মানববন্ধন ও সড়ক অবরোধে বিশাল যানযট সৃষ্টি হলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া সেখানে এসে অবৈধ বাজার উচ্ছেদর আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।