1. dailybogratimes@gmail.com : admin :
১৫ টাকার বেগুন রাতারাতি ৭০ টাকা কেজি  - Daily Bogra Times
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

১৫ টাকার বেগুন রাতারাতি ৭০ টাকা কেজি 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর)-
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০ Time View
১৫ টাকার বেগুন রাতারাতি ৭০ টাকা কেজি 
print news

হিলি (দিনাজপুর) প্রতিবেদক: একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি সবজি বাজারে বেগুনের দাম বেড়েছে কেজিতে ৫৫ টাকা। ১৫ টাকার কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 

বুধবার (৫ মার্চ) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, পবিত্র মাহেরমজানের আগের দিন যে বেগুনের কেজি ছিলো ১৫ থেকে ২০ টাকা। রমজানের প্রথম রোজায় সেই বেগুনের দাম বেড়ে তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি হিসেবে। রোজাদারদের ইফতারে বেশি পছন্দের খাবার বেগুনের চপ। রোজার আগে এই সবজির চাহিদা কম থাকলেও, রোজার দিন থেকেই এর চাহিদা বেড়েছে কয়েকগুণ। এই সুযোগে সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীসহ বেগুন চাষিরা। কয়েকগুণ দাম বাড়ায় হতাশ সাধারণ ক্রেতারা। 

এমদাদ চৌধুরী নামের একজন ক্রেতা বলেন, সব মগের মুল্লুক, রাতারাতি আকাশ ছোঁয়া দাম। রোজার দুই দিন আগে ১৫ টাকা কেজি বেগুন কিনেছিলাম। আজ সেই বেগুন ৭০ টাকা কেজি কিনতে হলো। দাম বাড়ার তো একটা লিমিট থাকা দরকার।

আশফাক মুনীর নামের আরএক ক্রেতা বলেন, রমজান মাস ইফতারে বেগুনের চাপ সবারি প্রিয়। কিন্তু এসময় প্রচুর বেগুনের দাম বৃদ্ধি পায় বাজারে। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ ক্রেতারা কি করে কিনবে?

হিলি বাজারে সবজি ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, রমজানের আগে বেগুনের তেমন চাহিদা ছিলো না। বর্তমান এর অনেক চাহিদা। প্রায় কাস্টমার বেগুন কিনছে। চাহিদা বাড়ায় কৃষকরাও হঠাৎ দাম বেশি নিচ্ছে। তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। আমরা প্রকার ভেদে ৫০ টাকা থেকে ৭০ টাকা কেজি হিসেবে খুচরা বিক্রি করছি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews