ঢাকা: দীর্ঘ ১৬ বছর পরে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেন। এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক তালিকাটি চূড়ান্ত করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, দলের শীর্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
| নেতা | আসন |
| খালেদা জিয়া (চেয়ারপারসন) | দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১। |
| তারেক রহমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) | বগুড়া-৬। |
| মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব) | ঠাকুরগাঁও-১। |
এছাড়াও, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), মির্জা আব্বাস (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম (ভোলা-৩) এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০) আসনে মনোনয়ন পেয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই তালিকাটি প্রাথমিক পর্যায়ের এবং প্রয়োজনে এতে পরিবর্তন আসতে পারে। প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক আনুগত্য ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, যেসব আসনে তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো প্রার্থী দিতে আগ্রহী, সেখানে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। শরিক দলগুলো এসব আসনে পরে তাদের প্রার্থীর নাম জানাবে। অবশিষ্ট কিছু আসনে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলমান থাকায় তা স্থগিত রাখা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর অবশেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখন নতুন পর্বে প্রবেশ করছে। ২০২৬ সালের নির্বাচনে অংশ নিতে যাচ্ছি আমরা। বিএনপি গণমানুষের দল। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক। দেশে আর প্রহসনের নির্বাচন নয়, সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হোক।”
তালিকা দেখতে এখানে ক্লিক করুন