ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এক বিস্ফোরক পোস্ট ঘিরে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে “ফয়সালা” হতে চলেছে।
পোস্টে নাহিদ ইসলাম ফ্যাসিস্ট ও খুনি আখ্যা দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানার অভিযোগ তোলেন। তিনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং আসামিদের জামিন দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি, অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়ার ঘটনায়ও তিনি তীব্র সমালোচনা করেন। বিচার প্রশ্নে সরকারের প্রতি তার অনাস্থার কথা স্পষ্ট ভাষায় জানান তিনি।
সাবেক এই তথ্য উপদেষ্টা আরও স্মরণ করিয়ে দেন, জুলাই মাসে তাদের প্রতিশ্রুতি ছিল “খুনীদের বিচার” এবং “মুজিববাদীরা বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে পারবে না।” তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের একটি সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে নাহিদ ইসলাম রাজপথে থাকার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি জুলাই মাসে সকল শক্তি, শহীদ পরিবার ও আহতদের রাজপথে নেমে আসার আহ্বান জানান এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নাহিদ ইসলামের এই আকস্মিক এবং জোরালো ঘোষণা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার “আজ রাতেই ফয়সালা” মন্তব্যের তাৎপর্য কী, তা নিয়ে চলছে নানা জল্পনা। এনসিপির মতো একটি অপেক্ষাকৃত ছোট দলের আহ্বায়কের এমন মন্তব্য কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে, এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে এক নতুন মোড় নিতে চলেছে, তা বলাই বাহুল্য। সকলের দৃষ্টি এখন নাহিদ ইসলামের পরবর্তী পদক্ষেপ এবং এর ফলস্বরূপ দেশের রাজনৈতিক সমীকরণে কী পরিবর্তন আসে, সেদিকেই নিবদ্ধ।