1. dailybogratimes@gmail.com : admin :
আত্মনির্ভরতার বার্তা নিয়ে শেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ছাগল বিতরণ - Daily Bogra Times
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম

আত্মনির্ভরতার বার্তা নিয়ে শেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ছাগল বিতরণ

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪০ Time View
আত্মনির্ভরতার বার্তা নিয়ে শেরপুরে প্রাণিসম্পদ দপ্তরের ছাগল বিতরণ
print news

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় সমতলে বসবাসরত দারিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও খাবার বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন দরিদ্র নারী ও পুরুষকে ২টি করে ছাগল ও ২৫ কেজি খাবার এবং ৫টি করে ম্যাট দেওয়া হয়।

pranisompod bogura

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাজমির রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেটনারী সার্জন ডাক্তার মোঃ জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা মকরেমা আক্তারসহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপস্থিত অতিথিরা বলেন, এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের আত্মনির্ভর করে তোলাই মূল লক্ষ্য। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews