শেরপুর,বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমে এক উৎসবমুখর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “আওয়ামী লীগ ছাড়া আমরা কেউ শত্রু নই। আমার ভাবতেই ভালো লাগে হাসিনামুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা ভোটযুদ্ধ করবো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে।”
তিনি আরও বলেন, “প্রবীণরা ইতিহাস বলতে ভালোবাসেন, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন। কিন্তু তরুণরা ইতিহাসের আলোচনাকে খুব একটা গুরুত্ব দেয় না, ভবিষ্যৎ নিয়েও বেশি স্বপ্ন দেখে না। তারা বাস্তববাদী এবং বর্তমানকে বেশি গুরুত্ব দেয়। আমার কাছে মনে হয়, আজকের বর্তমানই আসল, তরুণদের এ ধারণাই যথাযথ।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে খানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির নেতা তবিবুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাব্লু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রাব্বানী, খানপুর ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন, অধ্যক্ষ ইউসুফ আলী, গোলাম মাহবুব (প্যারিস), জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনসানুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য সুমন শিহাব ও খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন কাড়ে।