1. dailybogratimes@gmail.com : admin :
'আমরা সবাই বন্ধু' স্লোগানে বগুড়ার শেরপুরে এসএসসি ২০০৪ ব্যাচের পুনর্মিলনী - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

‘আমরা সবাই বন্ধু’ স্লোগানে বগুড়ার শেরপুরে এসএসসি ২০০৪ ব্যাচের পুনর্মিলনী

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১০৭ Time View
"আমরা সবাই বন্ধু" স্লোগানে বগুড়ার শেরপুরে এসএসসি ২০০৪ ব্যাচের পুনর্মিলনী
print news

“আমরা সবাই বন্ধু” এই হৃদয়ছোঁয়া স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় অনুষ্ঠিত হলো এসএসসি ২০০৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান।

সোমবার (৯ জুন) দিনব্যাপী উপজেলা শহরের অদূরে অবস্থিত সেটকম পার্কে (সাবেক সাউদিয়া পার্ক) এই আয়োজনে ছিল বন্ধুদের পরিচিতি, স্মৃতিচারণ, আড্ডা এবং নানা বিনোদনমূলক আয়োজন।

দুই শতাধিক সহপাঠীর অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন। আয়োজক কমিটিতে ছিলেন আনোয়ার, কবিতা, আঁখি, বিথি, জেসমিন, মাহমুদা, রঞ্জন, সুমি, মিশু, সুবর্ণা, রতন ও পাপিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন এনামুল, মিরাজ, সাব্বির, আশিকসহ আরও অনেক সহপাঠী।

পুনর্মিলনীর আনন্দঘন পরিবেশে ছিল বাচ্চাদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ ও দৌড় প্রতিযোগিতা, মেয়েদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ এবং ছেলেদের জন্য ফুটবল গোল প্রতিযোগিতা। মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হয় লটারি ড্র এবং মেয়েদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ মিরাজ বলেন, “এই পুনর্মিলনী আমাদের জীবনের অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। ২০ বছর পর যখন আমরা একে অপরকে দেখে জড়িয়ে ধরেছি, তখন যেন স্কুল জীবনের সেই সোনালী দিনগুলো আবার ফিরে এসেছে। বন্ধুত্ব, ভালোবাসা আর হাসির খুনসুটি সবকিছু মিলিয়ে মনটা ভরে গেছে। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ, যারা এত সুন্দর একটি মিলনমেলার আয়োজন করে আমাদের সবাইকে একত্রিত করেছেন। আশা করি, আগামী দিনগুলোতেও এই বন্ধন আরও দৃঢ় হবে এবং আমরা নিয়মিত এমন আয়োজন করতে পারবো।”

দিনব্যাপী এই মিলনমেলা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews