1. dailybogratimes@gmail.com : admin :
আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুরে বিএনপির গণসংযোগ - Daily Bogra Times
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম

আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুরে বিএনপির গণসংযোগ

এনাম হক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View
আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুরে বিএনপির গণসংযোগ
আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুরে বিএনপির গণসংযোগ
print news

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে বগুড়ার শেরপুর। মঙ্গলবার দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা এলাকা থেকে শুরু হয় বিএনপির গণসংযোগ কর্মসূচি। নেতৃত্বে ছিলেন দলটির সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।

বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন। কর্মসূচির অগ্রযাত্রায় পথে পথে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।

পথসভায় গোলাম মোঃ সিরাজ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, যুবদল নেতা আশরাফুদৌল্লা মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার কলিন্স ও ছাত্র নেতা আরমান হোসেন।

সমাবেশে গোলাম মোঃ সিরাজ বলেন,

“ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাসিনার পতন হয়েছে। এখন ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে। কিন্তু একটি অপশক্তি তা হতে দিতে চায় না। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ভিন্নপথে ক্ষমতায় যেতে চায়—এই শক্তিকে প্রতিহত করতে হবে।”

তিনি আরও আহ্বান জানান, “সরকার ঘোষিত নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া বিনষ্ট না করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews