
শেরপুর, বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জুলাই যোদ্ধারা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দেন জুলাই যোদ্ধা কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জুলাই যোদ্ধা কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি বকুল খন্দকার, সদস্য সুমন শিহাব, নূর মোহাম্মদ, আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শুভেচ্ছা বিনিময়ের সময় জুলাই যোদ্ধারা ইউএনও মনজুরুল আলমের দায়িত্বকালীন সময়ে উপজেলার সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন।