
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিম্নআয়ের মানুষদের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিদিন ৬৯০টি ট্রাকের মাধ্যমে নির্ধারিত পরিমাণে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সরকারি এই প্রতিষ্ঠান।
টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিক্রয় কার্যক্রমে কার্ডধারী ছাড়াও সাধারণ মানুষ পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারীদের তুলনায় সাধারণ ভোক্তাদের জন্য পণ্যের দাম কিছুটা বেশি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
অন্যদিকে, টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এসব পণ্য তুলনামূলক কম দামে পাবেন। তাদের জন্য তেলের দাম ১০০ টাকা, ডালের দাম ৬০ টাকা এবং চিনির দাম ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিদিন ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্যান্য ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে এবং দেশের ৫৬টি জেলা শহরে ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি চলবে।
একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন।
টিসিবির এক কর্মকর্তা জানান, সরকার ভর্তুকির পরিমাণ কমিয়ে দেওয়ায় এবার পণ্যের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে। তবে তা এখনও বাজারমূল্যের তুলনায় অনেক কম।
উল্লেখ্য, সাধারণত টিসিবি শুধুমাত্র ফ্যামিলি কার্ডধারীদের মধ্যেই এই ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করে। তবে ঈদুল আজহার মতো উৎসব সামনে রেখে এবার এই সুবিধা উন্মুক্ত করা হয়েছে সব শ্রেণির মানুষের জন্য, যাতে বেশি সংখ্যক মানুষ স্বল্পমূল্যে নিত্যপণ্য সংগ্রহ করতে পারেন।