
বগুড়ার শেরপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়ি ফিরছিলেন সেনা সদস্য রিফাত খন্দকার (২২)। কিন্তু সেই ছুটি আর উপভোগ করা হলো না। ঢাকা-বগুড়া মহাসড়কে নির্মম এক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তার জীবন।
ঘটনাটি ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ছোনকা এলাকায় একটি হাইওয়ে রেস্তোরার সামনে। রিফাত নাস্তা শেষে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বগুড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। মুহূর্তেই মহাসড়কে লুটিয়ে পড়েন তিনি। পেছন থেকে আসা আরেকটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ তরুণ সেনা সদস্য।

নিহত রিফাত শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রুস্তম খন্দকারের ছেলে। দেশের সেবা করতে গিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। কর্মরত ছিলেন গাজীপুর ক্যান্টনমেন্টে ২৭ বেঙ্গল রেজিমেন্টে সিপাহী পদে। তিন দিনের ছুটি নিয়ে প্রিয়জনদের কাছে ফেরার পথে চিরতরে হারিয়ে গেলেন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরিদর্শক আজিজুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়ির সন্ধানে পুলিশি তৎপরতা চলছে।
এক মুহূর্তে নিভে যাওয়া এই জীবন শোকের সাগরে ভাসিয়েছে পরিবার, সহকর্মী ও গ্রামবাসীকে। যে ছুটি আনন্দের হওয়ার কথা ছিল, তা পরিণত হলো চিরবিচ্ছেদের বেদনায়।