শেরপুর, বগুড়া: গতকাল, বুধবার (১৮ জুন) সন্ধ্যায় বগুড়ার শেরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ মাঠে যুবদলের উদ্যোগে আয়োজিত এই পরিবেশবান্ধব কার্যক্রম স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যা পরিবেশ সুরক্ষায় দলটির সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ডা. জোবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আয়োজিত এই কর্মসূচিতে শেরপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে একটি মহৎ জনকল্যাণমূলক বার্তা সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়। এই উদ্যোগ একদিকে যেমন একজন ব্যক্তির জন্মদিন উদযাপন করেছে, তেমনি অন্যদিকে পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান। আরো উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদ রহমান ও কার্য নির্বাহী সদস্য সুমন শিহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, শেরপুর পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুল করিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম সম্রাট, যুব নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর ছাত্রদল মোঃ ফরহাদ হোসেন-সহ যুবদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা ডা. জোবাইদা রহমানের জন্মদিনে এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।”