বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানি মাঠ প্রাঙ্গণে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে “মাটির মানুষ কৃষক দেশের প্রাণ কৃষক, কৃষকের কথা কৃষিকথা” শীর্ষক একটি আলোচনা সভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফার আলোকে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত কৃষকবৃন্দ। প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, অস্ট্রেলিয়া বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক, শেরপুর শহর বিএনপি এবং শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক, শেরপুর উপজেলা বিএনপি।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান খোকন বলেন, “কৃষকদের সমস্যা সমাধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের নিয়ে ভাবতে শুরু করেছেন। তিনি মনে করেন, কৃষকরা বাঁচলে দেশ বাচবে, আমরা বাঁচবো। বিএনপি ক্ষমতায় এলে সকল সিন্ডিকেট ভেঙে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।”
সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, সরকারি নীতিমালার প্রভাব এবং কৃষি উৎপাদনের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কৃষকরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন এবং স্থানীয় কৃষি উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন।