বগুড়ার ধুনটের নিশ্চিন্তপুর গ্রামের প্রবীণ কৃষক নুরুল ইসলাম তালুকদারের (৬৮) নিখোঁজ হওয়ার খবর নিয়ে গ্রামে ব্যস্ততা ছিল কয়েকদিন ধরে। কিন্তু শনিবার সকালের খবরে স্তব্ধ হয়ে যায় সবাই। শেরপুরের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেতে মিলেছে তার ক্ষতবিক্ষত লাশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন ছেলে ইমদাদুল হক থানায় জিডি করেন। তবুও কোথাও মিলছিল না তার সন্ধান।
সকালে ধান কাটতে যাওয়া কৃষকদের চোখে পড়ে লাশটি। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, লাশের ডান চোখ উপড়ে নেওয়া এবং ডান কান কাটা ছিল, যা দেখে সবাই হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা সম্ভব হবে। ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চলছে।