 
																
								
                                    
									
                                 
							
							 
                     
শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর নাজমুল সরকার (১৫) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আবু বক্কার সিদ্দিকের বাড়ির পাশের আমাই ডাঙ্গা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুল সরকার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মো. তোজাম্মেল সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজমুল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে আশপাশের এলাকায় ঘুরে বেড়াত এবং কয়েক দিন পর নিজে থেকেই বাড়ি ফিরে আসত। নিরাপত্তার স্বার্থে তাকে মাঝে মাঝে শিকল দিয়ে রাখা হতো।
নিহতের বাবা তোজাম্মেল সরকার জানান, গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ছেলের পায়ের শিকল খুলে দিলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পান যে, গোয়ালজানি গ্রামের একটি বিলে লাশ ভাসছে। পরে গিয়ে তারা লাশটি শনাক্ত করেন।
তিনি বলেন, “আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে, বিলের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই।”
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু বলে মনে হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।