1. dailybogratimes@gmail.com : admin :
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তি: শেরপুরে সচেতনতামূলক সেমিনার - Daily Bogra Times
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তি: শেরপুরে সচেতনতামূলক সেমিনার

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৪ Time View
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তি: শেরপুরে সচেতনতামূলক সেমিনার
print news

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ সভাকক্ষ আজ এক শান্ত, মানবিক ও উজ্জ্বল আয়োজনের সাক্ষী হলো।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক সেমিনারকে ঘিরে উপস্থিত ছিলেন শিক্ষা, সমাজসেবা ও স্বাস্থ্য খাতের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিনিধি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনজুরুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকনুল হক।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাঈম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, আরএমও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. তৌহিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন চাইল্ড ড্রিম অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক, কাদের সুফিয়া অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক এবং বেশ কয়েকজন অভিভাবক।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা উপবৃত্তি কর্মসূচি শুধু একটি সহায়তায় সীমাবদ্ধ নয়; এটি প্রতিবন্ধী শিশুদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্তির দরজা খুলে দিচ্ছে।

অভিভাবকরা জানান, উপবৃত্তি তাদের সন্তানের শিক্ষাজীবনকে আরও সহজ করেছে এবং বিদ্যালয়ে আগ্রহ বাড়িয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews