ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছেন।
বুধবার ৩ সেপ্টেম্বর সকাল সাড়েদশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফুলবাড়ী শাখার আয়োজনে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা কাচারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে কাচারি মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সভাপতি আনছার আলী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসু,যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচএম বাবুল, কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা,সদস্য সচিব বিষ্ণু চন্দ্র, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুসাব্বির আলী মুছা। জেলা ওলামা দলের যুগ্ন সাধারণ সম্পাদক মইনুদ্দিন সেলিম, সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।