কুড়িগ্রাম,প্রতিনিধিঃ "ধরলা নদী ড্রেজিং চাই" এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব পানি দিবস/২০২৫ উদযাপন উপলক্ষ্যে মৃতপ্রায় ধরলা নদী ড্রেজিং-এর দাবিতে ধরলা ব্রীজের নিচে বালুচরে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহায়তায় এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে এক্টিভিস্টা কুড়িগ্রামের ৫০ জন সদস্য এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,সৃজনী ইয়ূথ গ্রুপের সভাপতি মারুফ শেখ, ফুলবাড়ী ইয়ূথ হাব-এর সভাপতি কারিমা ফেরদৌসী ও উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম,স্থানীয় কৃষক আবেদ আলী ও জেলে ইয়াসিন আলী সহ আরো অনেকে।
এময় বক্তারা জানান, ধরলা নদীর নাব্যতা হ্রাস, পলি জমা এবং পানির প্রবাহ কমে যাওয়ার কারণে এলাকার কৃষি, মৎস্য চাষ, এবং পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারের কাছে চাওয়া দ্রুত ধরলা নদীতে ড্রেজিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ জানানো হয়।