1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় ওয়াই আর সি'র মিড পয়েন্ট মিট-আপ: ইঞ্জিনের গর্জনে উৎসবের উল্লাস - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বগুড়ায় ওয়াই আর সি’র মিড পয়েন্ট মিট-আপ: ইঞ্জিনের গর্জনে উৎসবের উল্লাস

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৭৭ Time View
বগুড়ায় ওয়াই আর সি'র মিড পয়েন্ট মিট-আপ: ইঞ্জিনের গর্জনে উৎসবের উল্লাস
print news

বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ গত শুক্রবার বিকেলে রূপ নিয়েছিল বাইকারদের উচ্ছ্বাস আর বন্ধুত্বের এক মহামিলনের কেন্দ্রবিন্দুতে। ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াই আর সি) বগুড়া টেরিটোরির আয়োজনে অনুষ্ঠিত “মিড পয়েন্ট মিট-আপ ২০২৫” ছিল বাইকিংয়ের প্রাণবন্ত উৎসব। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনে শেরপুর, বগুড়া, দুপচাঁচিয়া, নওগাঁ, সাপাহার, নজিপুর ও জয়পুরহাটের সাতটি ওয়াই আর সি’র ২৫০ জনের বেশি বাইকারের সমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় এক মুগ্ধকর মোটরসাইকেল র‍্যালি। ২৫০টিরও বেশি বাইক নিয়ে এই র‍্যালি চারমাথা ফ্লাইওভার ঘুরে ফিরে আসে টিএমএসএস মাঠে, যা বগুড়ার রাস্তায় এক দৃষ্টিনন্দন বাইক প্যারেডে রূপ নেয়। ইঞ্জিনের গর্জন আর রাইডারদের উৎসাহে শহরের আকাশে উৎসবের জোয়ার বয়ে যায়।

ইভেন্টের আকর্ষণ ছিল একের পর এক চমক। এফ জেড এস-২৫০ সিসির টেস্ট রাইডে বাইকাররা নতুন বাইকের রোমাঞ্চ উপভোগ করেন। বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে ছিল হাসি-ঠাট্টা আর প্রতিযোগিতার মজা। জমজমাট কনসার্ট আর র‍্যাফেল ড্র’র উত্তেজনা ইভেন্টকে নিয়ে যায় অন্য উচ্চতায়।

আয়োজনটির নেতৃত্বে ছিলেন ইয়ামাহা এসি আই লিমিটেডের আর এস এম (নর্থ জোন) কাজী সাইফ এবং সিনিয়র টেরিটোরি অফিসার সাইফুল হাসান সাইফ। উপস্থিত ছিলেন শেরপুর ওয়াই আর সি’র অ্যাডমিন মুজাহিদ, বগুড়া উত্তরা বাইক সেন্টারের কর্ণধার আবু মোত্তালেব মানিকসহ বিভিন্ন জেলার অ্যাডমিন ও বাইকাররা।

এই মিট-আপ শুধু বাইকিংয়ের উৎসবই নয়, বাইকারদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অসাধারণ উদযাপন। বগুড়ার বাইকিং ইতিহাসে এই দিনটি সোনালি অক্ষরে লেখা থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews