1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় মশলার বাজারে দাম না বাড়ায় স্বস্তিতে ক্রেতারা - Daily Bogra Times
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

বগুড়ায় মশলার বাজারে দাম না বাড়ায় স্বস্তিতে ক্রেতারা

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৯৪ Time View
কোরবানির ঈদে মশলার বাজার
print news

বগুড়া, ২৬ মে ২০২৫: পবিত্র ঈদুল আজহা সমাগত হলেও বগুড়ার মসলার বাজারে বিরাজ করছে এক ভিন্ন চিত্র। সাধারণত উৎসবের আগে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যগুলোর দাম আকাশচুম্বী হয়ে ওঠে, কিন্তু এবার জিরা, এলাচ, দারচিনি, লং-এর মতো মসলার দাম স্থিতিশীল থাকায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তবে, ভোজ্যতেলের সরবরাহ ঘাটতি এবং চালের দাম কিছুটা চড়া থাকায় সম্পূর্ণ স্বস্তি মিলছে না সাধারণ মানুষের।

বগুড়ার শহরের বক্সী বাজার, রাজা বাজার, কলোনী বাজারের খুচরা ও পাইকারি দোকান ঘুরে দেখা গেছে, জিরা প্রতি কেজি খুচরা ৭০০ টাকা এবং পাইকারি ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা এলাচ ৫০০০ টাকা (খুচরা) ও ৪৮০০ টাকা (পাইকারি) দরে পাওয়া যাচ্ছে। কালো এলাচ ৩০০০ টাকা (খুচরা) ও ২৮০০ টাকা (পাইকারি), দারচিনি ৫০০ টাকা (খুচরা) ও ৪০০ টাকা (পাইকারি), তেজপাতা ৩৫০ টাকা (খুচরা) ও ৩০০ টাকা (পাইকারি) এবং লং ২০০ টাকা (খুচরা) ও ১৫০ টাকা (পাইকারি) দরে বিক্রি হচ্ছে। এছাড়া, আদা ও রসুন ১০০ টাকা কেজি এবং পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে। অপরদিকে শেরপুরের বারোদুয়ারি হাট, বিকেল বাজার, মির্জাপুর, ছোনকা হাটে দেখা মেলে একই চিত্র।

ক্রেতারা বলছেন, “সাধারণত ঈদের আগে মসলার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবার দাম স্থিতিশীল থাকায় আমরা কিছুটা স্বস্তিতে আছি। এটি আমাদের বাজেট নিয়ন্ত্রণে সাহায্য করছে।”

তবে, মসলার বাজারে স্বস্তি এলেও ভোজ্যতেলের বাজারে এখনও অস্বস্তি কাটেনি। বিভিন্ন ব্র্যান্ডের ৫ লিটার তেলের বোতল ৮৫২ টাকায় ও ১ লিটার খোলা তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকায় । নির্ধারিত দামে বিক্রি হলেও বাজারে এর সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে বলে জানান দোকানিরা। যা সাধারণ ক্রেতাদের জন্য চাপ সৃষ্টি করছে।

চাল বাজারেও মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। কাটারি চাল প্রতি বস্তা ৫৫০০ টাকায় এবং সুবল লতা চাল ৫০০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, পোলাও চাল খোলা অবস্থায় ১১০ টাকা এবং প্যাকেটজাত ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অন্যায়ভাবে বাড়াতে না পারে, সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে সু নিদৃষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর এবং কেউ অতিরিক্ত মূল্য চাইলে বা অন্য কোনো অনিয়ম দেখলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”

বগুড়ায় মসলার বাজারে স্বস্তি, দাম না বাড়ায় ক্রেতার মুখে হাসি; তেলের ঘাটতি অব্যাহত

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews