বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বাজারে বিক্রিত মুগডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি ধরা পড়েছে। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেলে শহরের ডালপট্টি এলাকায় আকস্মিক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন দোকান থেকে সংগৃহীত মুগডাল পরীক্ষা করে তাতে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়া যায়।
সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি দোকানের মধ্যে দুইটিকে ৩০ হাজার করে এবং বাকি দুইটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে দোকান মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয় ও রঙ মিশ্রিত ডালের সব বস্তা তাৎক্ষণিকভাবে দোকান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
তবে অভিযানের সময় দোকানিরা দাবি করেন, এসব মুগডাল তারা রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে পাইকারিতে কিনেছেন। তাদের মতে, রঙ মেশানোর বিষয়টি মূলত আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর জানা থাকা উচিত। তারা কেবল পাইকারি ক্রয় করে খুচরা বিক্রি করে থাকেন।
অভিযান চলাকালেই ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিকারক ডালগুলো একত্রিত করে সংশ্লিষ্ট আমদানিকারকের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা নেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, “অভিযানে আমরা যে রঙের উপস্থিতি পেয়েছি তা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কেউ ভেজাল বা রঙ মিশ্রণের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।