1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর - Daily Bogra Times
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View
বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর
print news

বগুড়া প্রতিনিধি: দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সফলভাবে শেষ হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

গত সোমবার একটি র‍্যালি এবং সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের সূচনা হয়েছিল। পুরো সপ্তাহজুড়ে ছিল নানা ধরনের উদ্যোগ ও কার্যক্রম, যা স্থানীয় মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:

মাছের পোনা অবমুক্তকরণ।মৎস্যচাষি ও জেলেদের সঙ্গে টেকসই মাছ চাষের কৌশল নিয়ে আলোচনা। মৎস্য খাতে সরকারের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন। পুকুর ও জলাশয়ের পানির মান পরীক্ষা এবং নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ে সচেতনতা বৃদ্ধি। তরুণদের সঙ্গে মতবিনিময় এবং মৎস্যজীবীদের জন্য সাঁতার প্রতিযোগিতা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার ওবায়দুল ইসলাম, এবং সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় হ্যাচারি মালিক, মৎস্যচাষী এবং প্রতিযোগিতায় বিজয়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই ধরনের আয়োজন শুধু মাছের উৎপাদনই বাড়ায় না, বরং মৎস্যজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews