
বগুড়া প্রতিনিধি:
সবুজে মোড়ানো মাঠ, নিস্তব্ধ শান্ত পরিবেশ আর তার মাঝেই এক অনন্য সৌন্দর্যের ঠিকানা বগুড়া গলফ ক্লাব। বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা সেনানিবাসে অবস্থিত এই মর্যাদাপূর্ণ ক্রীড়া ও বিনোদন কেন্দ্র এতদিন ছিল সেনা কর্মকর্তাদের জন্য সংরক্ষিত। এবার এর দরজা খুলে গেছে সাধারণ নাগরিকদের জন্যও।
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে সদস্য গ্রহণ কার্যক্রম। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে আগ্রহীরা বিশেষ ছাড়ে সদস্য হওয়ার সুযোগ পাবেন। নিয়মিত ৩ লক্ষ টাকার সদস্য ফি এখন মাত্র ১ লক্ষ টাকা, যা গলফপ্রেমীদের জন্য এক অসাধারণ সুযোগ।
সদস্যরা পাবেন আন্তর্জাতিক মানের গলফ মাঠে খেলার সুযোগ, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ, দেশের অন্যান্য গলফ ক্লাবে খেলার সুবিধা, গ্রিনভিউ রেস্টুরেন্টে বিশেষ ছাড়, আধুনিক গেস্ট রুম ব্যবহারের সুবিধা, এবং ক্লাবের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ।
বগুড়া গলফ ক্লাবের কর্তৃপক্ষ জানান, গলফ খেলা যেন শুধুমাত্র সেনা সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ মানুষের মধ্যেও এই খেলার জনপ্রিয়তা বাড়ুক। সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর জীবনযাপন ও সামাজিক সম্প্রীতির জায়গা তৈরি করাই আমাদের উদ্দেশ্য।