দুর্ঘটনার স্থান ছিল কাঠালতোলা সাক্ষর ফিলিং স্টেশন সংলগ্ন সড়ক। ফায়ার সার্ভিসের দল বিকেল ৫ তার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার কার্যক্রম শেষ হয় বিকেল ৫টা ২০ মিনিটে।
ঢাকা মেট্রো-দ ৭১-৪৪০৭ নম্বরের অ্যাম্বুলেন্সটি রংপুর থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাঠালতোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যদিও সৌভাগ্যবশত কেউ আহত হননি।
শেরপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার নুরুল ইসলাম জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সময়মতো পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। প্রায় ৮ লাখ টাকার সম্পদ রক্ষা সম্ভব হয়েছে।"
দুর্ঘটনায় আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটির মালিক নূর আলম, বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।