1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ার শেরপুরে আগুনে বাড়ি দোকান ভস্মীভূত, ইউএনও'র পরিদর্শন - Daily Bogra Times
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

বগুড়ার শেরপুরে আগুনে বাড়ি দোকান ভস্মীভূত, ইউএনও’র পরিদর্শন

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১ Time View
বগুড়ার শেরপুরে আগুনে বাড়ি দোকান ভস্মীভূত, ইউএনও'র পরিদর্শন
print news

বগুড়া শেরপুর থেকে: বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ীদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি এবং তাঁর ভাড়া দেওয়া একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটির মালিক বাবু মিয়া। প্রথমে দোকানটিতে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে বসতঘরের পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে ঘরের সকল আসবাবপত্র, কাপড়-চোপড়, মূল্যবান মালামালসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও বগুড়া সদর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বসতবাড়ি ও দোকানের উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, “আগুনটা দোকান থেইক্কেই ধইরা। কিছুই বাঁচাইতে পারলাম না। আমার সব শেষ। অন্তত ২০ লাখ টাকার মতো ক্ষতি হইছে।”

শেরপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews