বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামে একজন কবিরাজকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা এবং মৃত আকিজ আলীর ছেলে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার (২১ মার্চ, ২০২৫) রাত ১১টার দিকে, ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশে চারমাথা এলাকায়।
নিহতের ছেলের স্ত্রী জানান, রাত ৯টার দিকে আব্দুল লতিফ নামে এক ব্যক্তি আকবর আলীকে ফোন করে বাড়ি থেকে বের করে নিয়ে যান। তারা একসঙ্গে স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করেন। এরপর রাত ১১টার দিকে প্রতিবেশীরা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং পরিবারকে জানান। পরিবার তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশীরা জানান, ঘটনাস্থলে গিয়ে তারা আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখেন। তার পাশে একটি মোবাইল ফোন ও চাদর পড়ে ছিল, যা পরে আব্দুল লতিফের বলে নিশ্চিত হয়। আব্দুল লতিফ ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে এবং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার পলাতক রয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সেখান থেকে একটি ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও চাদর উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।