বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় ভটভটির যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের হারুন অর রশিদ (৪৮) এবং অন্যজন হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৬)।
স্থানীয় সুত্রে জানা যায়, ধুনটের দিকে যাওয়া একটি ট্রাক রনবীর বালা বশীর পগলা মাজারের কাছে দাঁড়িয়ে থাকা হানিফ উদ্দিনকে চাপা দেয়। এরপর ট্রাকটি ২০০ গজ দূরে গিয়ে যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়।
এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জন মহিলা ও ৫ জন পুরুষ, যাঁরা আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং মৃত ব্যাক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।