বগুড়ার শেরপুর উপজেলায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় শহরের হাইস্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বেলুন ও পায়রা ওড়ানো হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ বাঙালির নতুন জীবনের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দিনটিকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়। অতীতের ভুল, ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় এই নববর্ষ উদযাপিত হয়। দিনটি বাঙালির একটি সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভাত ও বিভিন্ন পদের ভর্তা, বিভিন্ন মিষ্টিান্ন, পাটের তৈরি ব্যাগ ও হস্তশিল্পের দোকান দেখা যায়।