ভিডিও লিংক-
বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে শুরু হয় “সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার অ্যান্ড চাইল্ড বেনেফিট প্রোগ্রাম (SIMCBP)”–এর আওতায় মা–শিশু সহায়তা কর্মসূচির ‘বাস্তবায়ন নির্দেশিকা–২০২৪’ বিষয়ক কর্মশালা।
পরিপাটি আয়োজন, সতর্ক ব্যবস্থাপনা আর অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতিতে কর্মশালা পায় এক নান্দনিক আবহ।
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক (অঃ দাঃ) তাঞ্জিমা আখতার। বিশেষ অতিথির আসনে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, অগ্রণী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক শামসুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাওহীদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ কাফিসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।

এদিকে কর্মশালা রঙিন হয়ে ওঠে যখন কর্মসূচির উপকারভোগী নানা বয়সী মায়েরা অংশ নেন আলোচনায়। তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং মাঠপর্যায়ের সমস্যাগুলো তুলে ধরায় সভাকক্ষে তৈরি হয় এক আন্তরিক পরিবেশ।
বক্তারা বলেন, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার সামগ্রিকভাবে যেসব উদ্যোগ নিয়েছে, তার মূল শক্তি হচ্ছে সঠিক বাস্তবায়ন। এজন্য ‘বাস্তবায়ন নির্দেশিকা–২০২৪’ মেনে মাঠপর্যায়ে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, ভাতা বিতরণ পদ্ধতি, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, হয়রানি ও ভোগান্তি কমানোর উপায়সহ বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
কর্মশালায় উপস্থিতরা জানান, এমন হাতে–কলমে প্রশিক্ষণ মাঠপর্যায়ে কাজের গতি বাড়াবে এবং সুবিধাভোগীদের সেবা পাওয়াকে আরও সহজ করবে।
মা–শিশুর কল্যাণে সরকারের এই উদ্যোগ যেন আরও সফল হয়—এমন প্রত্যাশায় শেষ হয় কর্মশালা।