পূর্ব শত্রুতার জেরে বগুড়ার শেরপুর উপজেলার পান্ডুরা গ্রামে চাচা-ভাতিজার উপর সংঘবদ্ধ হামলা চালিয়ে তাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নারী মোছাঃ লাবলী খাতুন (৩৮), উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মোঃ মিজানুর রহমান ও তার ভাতিজা মুন্জুরুল ইসলাম বোর্ডের হাট থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মালিহাটা গ্রামে পৌঁছালে অভিযুক্ত লাবলী খাতুনসহ সাতজন তাদের গতিরোধ করে পূর্ব বিরোধের জেরে হামলা চালায়। হামলাকারীরা দুইজনকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
হামলার পর আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। রাতেই মিজানুরের বাবা আব্দুল কুদ্দুস (৭৬) বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাত একটার দিকে লাবলী খাতুনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরদিন শুক্রবার (১৮ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে।”