নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর কাঁদিরগঞ্জ এলাকায় ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল থেকে রাজশাহীতে অবস্থানরত সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল প্রতিষ্ঠানটি ঘিরে অভিযান চালায়।
অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে— ২টি বিদেশি এয়ারগান, ১টি রিভলভার (কার্টিজসহ), ৬টি দেশীয় অস্ত্র, ট্রাজারগান, জিপিএস, বাইনোকুলার, ওয়াকিটকি, ম্যাগনেট, ১০টি সিমকার্ড, বিস্ফোরক তৈরির উপাদান, মনিটর, কম্পিউটার, স্ক্যানার ও ৩৫টি মদের বোতল।
জানা গেছে, কোচিং সেন্টারটি পরিচালনা করছিলেন রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এর আগেও জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার হয়েছিলেন। আলোচিত শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় তার নাম এসেছিল।
অভিযানে ফয়সাল নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে অভিযান সম্পর্কে এখনো সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, “সেনাবাহিনী আমাদের এখনো কিছু জানায়নি। তারা বিষয়টি হস্তান্তর করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
ঘটনাটি রাজশাহীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নগরবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে— শিক্ষা প্রতিষ্ঠানের নামে পরিচালিত এমন গোপন আস্তানা কীভাবে এতদিন নজর এড়াল।