1. dailybogratimes@gmail.com : admin :
'লার্ন টু আর্ন'এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ে স্বপ্নপূরণে পেল ল্যাপটপ - Daily Bogra Times
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম

‘লার্ন টু আর্ন’এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ে স্বপ্নপূরণে পেল ল্যাপটপ

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View
‘লার্ন টু আর্ন’এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিংয়ে স্বপ্নপূরণে পেল ল্যাপটপ
print news

এনাম হক : গ্রামীণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মনির্ভর করে তুলতে বগুড়ার শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পের আওতায় ১৪ জন প্রশিক্ষণার্থীর হাতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ল্যাপটপগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নুল আবেদিন, ফজলে নাসিম খান (ইউএসএ), ট্রেজারার ড. মোল্লা আজফারুল হক এবং সংস্থার নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

sherpur bogura 1

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই “প্রোগ্রেস থ্রো ইনোভেশন সোসাইটি (PI)”-এর মূল লক্ষ্য। “লার্ন টু আর্ন” প্রকল্প তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার ১৪ জন দরিদ্র ও মেধাবী তরুণ-তরুণীকে তিন মাস মেয়াদি ‘কম্পিউটার ও ফ্রিল্যান্সিং’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়, যাতে তারা অনলাইনে বাস্তব ফ্রিল্যান্সিং কার্যক্রম শুরু করতে পারেন।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের জন্য আরও তিন মাস মেন্টরিং সহায়তা প্রদান করা হবে, যাতে তারা শেখা দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারে। প্রশিক্ষণ সম্পন্নের পর সফল অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়।

প্রকল্পটির অর্থায়ন করেন আমেরিকা প্রবাসী ও প্রাক্তন শিক্ষার্থী সরকারী ডিজে মডেল হাইস্কুল ড. মোল্লা ফজলুল হক।

সংস্থার নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, তাদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এই সহায়তা তাদের জীবনে নতুন দিগন্ত খুলে দেবে।”

সংস্থার কর্মকর্তারা জানান, “লার্ন টু আর্ন” প্রকল্পের মাধ্যমে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি, ইংরেজি ও যোগাযোগ দক্ষতায় প্রশিক্ষিত করে কর্মক্ষম ও আত্মনির্ভর করে তোলা হচ্ছে।

এ প্রকল্পের পাশাপাশি প্রোগ্রেস থ্রো ইনোভেশন সোসাইটি (PI) দেশের বিভিন্ন জেলায় ইংরেজিতে দক্ষতা উন্নয়ন, ডিজিটাল স্কিল ট্রেনিং, অফিস স্কিল উন্নয়ন কোর্স, কম্পিউটার সাক্ষরতা কর্মসূচি, “এসো একুশকে জানি” বইপড়া প্রতিযোগিতা, সড়ক নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন ও নারী নেতৃত্ব বিকাশ কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews