1. dailybogratimes@gmail.com : admin :
শার্শার চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা, আহত-৫ আতংকে গ্রামবাসী  - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম

শার্শার চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা, আহত-৫ আতংকে গ্রামবাসী 

মনির হোসেন, যশোর প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View
শার্শার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, আহত-৫ আতংকে গ্রামবাসী 
print news

বেনাপোল প্রতিনিধি : যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় এক কৃষক পরিবারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্ত । এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। শনিবার রাতে কবীর হোসেনের বাড়িতে গোগা ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক হামিদ সর্দারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানান কৃষক কবীর হোসেন। এ সময় আহত হয়েছে  আয়ুব হোসেন, মোক্তার আলী, কবীর হোসেন, ফারুক হোসেন ও  জুলফিকার আলী। তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে পলাতক রয়েছে। সন্ত্রাসীদের ভয়েতে বাড়ি আসতে পারছেন না।

প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার রাত সাড়ে নয়টার সময় কবীর হোসেনের বাড়িতে ২০/২৫ জন লোক এসে তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের ৬ জনকে বেদম মারপিট করে। এ সময় তারা বাড়িতে থাকা মহিলাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

কৃষক কবীর হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। কবীর হোসেনের এ জমিটি দীর্ঘ ১২ বছর ধরে জবর দখল করে আসছিল ইসমাইল হোসেন। গত ৫ আগষ্টের পর কবীর হোসেন তার জমিটি ফেরত নিলে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য বিচার ও শালীস হয়েছে কয়েকবার। গত কয়েকদিন আগে গোগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হামিদ সর্দার কবীরের কাছে দুই লাখ টাকা চাঁদা চায় বিষয়টি মিমাংসা করার জন্য। কিন্তু কবীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার রাতে সন্ত্রাসী ও  ৫টি মাদক মামলার আসামী বিএনপি নেতা হামিদ সর্দার তার সন্ত্রাসী বাহিনী কালিয়ানী গ্রামের আরিফ হোসেন, গোপালপুরের বোমাবাজ ফারুক, ইছাপুর গ্রামের জুলফিকারসহ একটি বাহিনী নিয়ে হামলা চালায় কবীরের পরিবারের উপর। এ ঘটনায় কালিয়ানী গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। শনিবার রাত ১০টা থেকে এলাকাটি পুলিশ ও বিজিবির নজরদারিতে রয়েছে।

এ ঘটনায় বিএনপির নেতা হামিদ সর্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন আমরা বসে বিষযটি মিমাংসার চেস্টা করছি।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, শার্শার কালিয়ানী গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে। আমি সেখানে সরজমিনে গিয়েছি। তদন্ত চলছে বিষয়টি নিয়ে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews