
বগুড়ার শেরপুর উপজেলায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শালফা টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য এক জমকালো স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে কলেজটি শুধু নবীনদের বরণ করেনি, বরং বিদায়ী সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান-কে এক হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা জানিয়েছে।
কলেজের প্রাঙ্গণে এই আয়োজন ছিল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মিলিত উৎসবের এক প্রাণবন্ত মঞ্চ। অধ্যক্ষ ইউসুফ আলী-র নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আশিক খান। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।
ইউএনও আশিক খান তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন: "তোমরা নিজেদের মধ্যে সততা, দক্ষতা এবং দায়িত্ববোধ জাগ্রত করো। দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো।"
অধ্যক্ষ ইউসুফ আলী তাঁর বক্তৃতায় নতুন শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন: "পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও নিয়মানুবর্তিতা তোমাদের জীবনকে সফলতার শিখরে পৌঁছে দেবে। প্রতিটি দিনকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলো।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক আব্দুর রশিদ, প্রভাষক হায়দার আলী, সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, প্রভাষক হারুন অর রশিদ এবং শিক্ষক জাহিদুল ইসলাম শান্তা। তাঁরা সকলেই নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন, যা শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস ও উদ্দীপনা জাগিয়েছে।
কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বিদায়ী সভাপতি আশিক খান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নবীনদের প্রতি আন্তরিক শুভকামনার মাধ্যমে অনুষ্ঠানটি এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্তে শেষ হয়।