1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরের হাটদীঘি পুকুর নিয়ে দ্বন্দ্ব, পুকুরপাড়ে অস্থিরতা - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

শেরপুরের হাটদীঘি পুকুর নিয়ে দ্বন্দ্ব, পুকুরপাড়ে অস্থিরতা

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪৮ Time View
শেরপুরের হাটদীঘি পুকুর নিয়ে দ্বন্দ্ব, পুকুরপাড়ে অস্থিরতা
print news

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার বাগমারা গ্রামের হাটদীঘি পুকুরপাড়ে গত তিন মাস ধরে রাত নামলেই নেমে আসছে আতঙ্ক। প্রায় ৪০টি ভূমিহীন পরিবার, যারা ১৯৮৮ সালে নদীভাঙনের শিকার হয়ে এখানে বসতি গড়েছিল, তারা প্রতি রাত কাটাচ্ছে চরম উৎকণ্ঠা আর ভয়ে।

প্রায় ১১ একর ১৬ শতক আয়তনের হাটদীঘি পুকুর ও এর পাড়ের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যা ইতোমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। স্থানীয় শিক্ষক সুভাষ চন্দ্র মাহাতো দাবি করেন, এই পুকুর ও পাড় তাদের পারিবারিক সম্পত্তি এবং আদালতের রায়ও তাদের পক্ষে। তিনি জানান, তিন মাস আগে কিছু ব্যক্তি পুকুরটি লিজ নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় জোরপূর্বক দখলের চেষ্টা শুরু হয়। এর অংশ হিসেবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

অন্যদিকে, পুকুরপাড়ের বাসিন্দা মনির হোসেন (৬০) অভিযোগ করেন, সুভাষ চন্দ্রের লোকজন তাদের উচ্ছেদ করতে ৩ অক্টোবর দিবাগত রাতে তার বাড়িতে আগুন দেয়। এছাড়া, ৯ সেপ্টেম্বর সংঘর্ষে ১৩ জন আহত হন এবং বাসিন্দা শহিদুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এই ঘটনাগুলো নিয়ে উভয় পক্ষের চারটি মামলা শেরপুর থানায় তদন্তাধীন।

WhatsApp Image 2025 10 10 at 3.39.20 PM 1

১৯৮৮ সালে সিরাজগঞ্জ ও পাবনা থেকে নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে এই পুকুরপাড়ে বসতি গড়া পরিবারগুলো দীর্ঘ ৩৭ বছর ধরে শান্তিতে বসবাস করছিল। সে সময় স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় তারা জায়গা পরিষ্কার করে বসতি স্থাপন করেছিল। কিন্তু গত তিন মাসে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

মনোয়ারা বেগম, মঞ্জিলা বেগম ও গুলবানু বেগম জানান, রাতে অচেনা লোকজনের গালিগালাজ ও টর্চলাইটের আলোর কারণে তারা এক ঘরে জড়ো হয়ে জেগে থাকেন।

বাসিন্দা আবদুল হামিদ ও আনোয়ার হোসেন বলেন, পুকুরপাড়ের রাস্তা এতই সরু যে পুলিশ দ্রুত পৌঁছাতে পারে না। তাই দুষ্কৃতকারীরা নির্বিঘ্নে মহড়া দেয়। আমরা শুধু নিশ্চিন্তে ঘুমাতে চাই।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, চারটি মামলা তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, শান্তিপূর্ণ সমাধান না হলে এই বিরোধ আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। স্থানীয় প্রশাসন, ভূমি অফিস ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় বিরোধ নিরসন এবং ভূমিহীনদের জন্য বিকল্প বসতভূমির ব্যবস্থা জরুরি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews