1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরে অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ - Daily Bogra Times
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়া ও শেরপুরে কৃষি জমির হ্রাস: জনসংখ্যার চাপে বাড়ছে আবাসন শেরপুরে জামাত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার সম্পদ লুট, অচেতন নবজাতকসহ পরিবারের সদস্যরা শেরপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ভবানীপুর ইউনিয়ন একাদশ বাঙালি ও করতোয়া নদীর ভাঙনে শেরপুরে বিলীন হুমকিতে ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার শেরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ করোতোয়া নদীতে গোসল করতে নেমে শেরপুরে স্কুলছাত্রীর মৃত্যু বগুড়ার শেরপুরে বৃদ্ধের আত্মহত্যা বগুড়ার শেরপুরে মোটরসাইকেলে আগুন, নারীসহ একজন গ্রেফতার শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান: পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শেরপুরে অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮৩ Time View
শেরপুরে অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ
print news

বগুড়ার শেরপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাড়ন্ত ঘাড় ও বকনার উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন), উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় ৫০ জন সুবিধাভোগীর মাঝে বাড়ন্ত ঘাড় ও বকনার জন্য গৃহ নির্মাণে সহায়ক উপকরণ হিসেবে চারটি সিমেন্টের খুঁটি, পাঁচটি করে ঢেউটিন, একটি করে ম্যাট, একটি সাইনবোর্ড ও একটি ব্যাগ প্রদান করা হয়। আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়ায কাযমীর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারসহ অন্যন্য কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও সুবিধাভোগীরা।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, মোট ৯৬টি পরিবারকে এই প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ধাপে ৫০টি পরিবারকে উপকরণ প্রদান করা হয়েছে। বাকি ৪৬টি পরিবারকে পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রমের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।

এই কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো যেন নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন দপ্তরের কর্মকর্তারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews