বিএনপি শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার—এই মন্ত্রে বিশ্বাসী হয়ে বগুড়া-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বৃহস্পতিবার বিকেলে ছুটে যান অসুস্থ নেতা আব্দুল বাছেদের খোঁজখবর নিতে।
বিকেল ৫টায় তিনি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাছেদের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জানা যায়, প্রবীণ এই বিএনপি নেতা বার্ধক্যজনিত সমস্যা ও স্ট্রোক-পরবর্তী জটিলতায় ভুগছেন।
ফজলুর রহমান খোকন এ সময় তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি আব্দুল বাছেদের দ্রুত আরোগ্য কামনা করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
খোকন বলেন, “বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। এই পরিবারের যে কোনো সদস্য দুঃসময় পড়লে তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি সবসময় নেতাকর্মীদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করি।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক লায়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।