এনাম হকঃ-
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা হিসেবে অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদান চেক তুলে দেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম।
এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দপ্তরি মো. রফিকুল ইসলামের বসতবাড়ি ও তাঁর ভাড়ায় দেওয়া বাবু মিয়ার ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাঁচ কক্ষবিশিষ্ট বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র, পোশাক-চোপড় ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে শেরপুর ও বগুড়া ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়িঘর ও দোকানের বড় অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ধারণা করছে।

দুর্ঘটনার পরপরই সোমবার সকালে ইউএনও মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলামকে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়।