
শেরপুর, বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় এক লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ডেন্টাল সার্জন ডা. ফাহমিদ হুদা তন্ময়, টিকা দান কর্মসূচির দপ্তর প্রধান নজরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় স্বাস্থ্য কর্মকর্তা শিশুদের টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং জরুরি নির্দেশনা প্রদান করেন। তিনি টিকাদান কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, শেরপুর উপজেলায় প্রায় এক লাখ শিশু কে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। মাসব্যাপী এ কর্মসূচীতে পর্যায়ক্রমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টিসিভি ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী কর্ম দিবসে কমিউনিটি ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।