1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন - Daily Bogra Times
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমরা ভোটযুদ্ধ করবো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে – জি এম সিরাজ শেরপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের নির্দেশনায় অতিঃ বিভাগীয় কমিশনার শেরপুরে ১৭ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প, ৯২টি নতুন রাস্তার প্রস্তাব বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর বিদ্যুৎস্পৃষ্টে শেরপুরে চিরনিদ্রায় গেলেন লিপি আক্তার বিডি ক্লিনের ৯ম জন্মদিন, শেরপুরে দুটি পরিচ্ছন্নতা অভিযান বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের বাঙ্গালী নদীর ওপর নির্মিত হচ্ছে অত্যাধুনিক ৫০০ মিটার দীর্ঘ সেতু করতোয়া নদীতে নাব্যতা সংকট: ভাঙছে ঘরবাড়ি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি শেরপুরে রাস্তার কাজে নিম্নমানের খোয়া, সরানোর নির্দেশ

শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৬ Time View
শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন
print news

বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ২৮ জুন, ২০২৫, শনিবার দুপুরে হামছায়াপুরের দলীয় কার্যালয়ে এই সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে হয়

সম্মেলনে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা জামায়াতের আমির, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেরপুর-ধুনট আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ দবিবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম, যিনি তার সাবলীল উপস্থাপনায় সবাইকে মুগ্ধ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও প্রখ্যাত শিক্ষাবিদ মোঃ আব্দুল হাকিম। তিনি তার বক্তব্যে বলেন:

“রোকনরা হলেন আমাদের সংগঠনের প্রাণশক্তি। যেকোনো রাজনৈতিক ঝড়-ঝঞ্ঝা কিংবা দমন-পীড়নের মুখে তারাই সামনে থেকে পথ দেখিয়েছেন। জনগণ এখন বুঝতে পারছে, দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে কুরআনের শাসন ও ইসলামী মূল্যবোধের বিকল্প নেই।”

তিনি আরও জোর দিয়ে বলেন:

“রোকনদের জীবনযাপন, আচরণ ও নৈতিকতা হতে হবে সমাজের জন্য অনুকরণীয়। এটিই মানুষকে ইসলামী আদর্শের দিকে আকৃষ্ট করবে।”

সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক, মোঃ রেজাউল করিম বাবলু, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান, মোঃ শাহীন আলম, অফিস সেক্রেটারি অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুস ছাত্তার, প্রচার সেক্রেটারি ইফতেখার আলম, ইউসুফ আলী, সাইফুল ইসলাম সাখাওয়াত, আফছার উদ্দিন, শাহ্ আলম সোহান, জহির রায়হানসহ আরও অনেকে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews