
শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ ও টাকা ফেরত চাইতে গেলে প্রতারণার শিকার এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা হাইস্কুল মাঠে। আহত যুবকের নাম গোলাম মোস্তফা (৩৬)। তিনি ওই ইউনিয়নের স্বরো গ্রামের মো. নাদু মণ্ডলের ছেলে। এ ঘটনায় তার পিতা নাদু মণ্ডল শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে একই গ্রামের মো. রাজু বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা নেয়। কিন্তু নির্ধারিত সময়ে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে রাজু নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।
পরে স্থানীয়দের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে রাজু জামানত হিসেবে একটি জুডিশিয়াল স্ট্যাম্প ও তার স্ত্রীর নামে ডাচ্-বাংলা ব্যাংকের দুটি সাক্ষরিত চেক গোলাম মোস্তফাকে প্রদান করে। একটি চেকে ১ লাখ ৭৫ হাজার টাকা এবং অন্য চেকে ৩ লাখ ৫০ হাজার টাকা লেখা ছিল।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনেও টাকা ফেরত না পেয়ে গোলাম মোস্তফা রাজুর কাছে টাকা চাইলে রাজু কৌশলে তাকে ছনকা হাইস্কুল মাঠে ডেকে নেয়। সোমবার রাতে সেখানে পৌঁছাল কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে।
এক পর্যায়ে রাজু ধারালো লোহার চাকু দিয়ে গোলাম মোস্তফার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তারা মোস্তফার পকেটে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকার চেক ছিঁড়ে ফেলে এবং হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
গোলাম মোস্তফার চিৎকারে স্থানীয় নান্টু মিয়া ও ইয়াকুব আলীসহ আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন,
“অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”