বগুড়ার শেরপুর উপজেলার হাসপাতাল রোড যুব সমাজের আয়োজনে শেরপুর ডিজে হাইস্কুল মাঠে এক রোমাঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় সিনিয়র ও জুনিয়র দল।
খেলায় উভয় দলই দেখায় দক্ষ পারফরম্যান্স। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচটি। সিনিয়র দলের পক্ষে গোল করেন শাহীন ও আনোয়ার। জুনিয়র দলের হয়ে গোল তালিকায় নাম ওঠে মালেক ও সুজনের।
এবি কমার্শিয়ালের সৌজন্যে আয়োজিত এই ম্যাচে সেরা গোলদাতার পুরস্কার জিতেন সিনিয়র দলের আনোয়ার। খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল খেলোয়াড় ও উপস্থিতদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।