প্রতিনিধি: সাগর কুমার সিং:
১৬ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বেলা ১১ টায় আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে বগুড়া শেরপুরে নবাগত শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম মহোদয়ের সাথে ফুলেল এর শুভেচ্ছা বিনিময় করেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা ও শেরপুর উপজেলা শাখা’র নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় করার সময় উপসস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির সিনিয়ার সহ-সভাপতি উত্তম কুমার সিং, শেরপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মনজুরুল আলমের যোগদান করেন গত (১৪ অক্টোবর) তিনি বিদায়ী ইউএনও মোঃ আশিক খানের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। ৩৫ তম বিসিএস কর্মকর্তা মনজুরুল আলম ২০২৩ সালের ১ অক্টোবর আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগ দেন।
শুভেচ্ছা বিনিময় এর শেষে আদিবাসী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বলেন শেরপুর উপজেলায় বসবাসরত আদিবাসীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা বিশ্বাস করে হয়তোবা এই নবাগত ইউএনও উপজেলায় বসবাসরত অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া আদিবাসী শিক্ষার্থীসহ আদিবাসী জনসাধারণের মনের কথাগুলো শুনবে এবং সমাধানের নিরলস ভাবে কাজ করবেন।